স্পেনে ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

দেশের নারী ফুটবলে বইছে সুবাতাস। গত দুই মাসে বাংলাদেশের মেয়েরা দুটি শিরোপা জিতেছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও একদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে।

সাফল্যের সুবাতাসের মধ্যেই নতুন খবর বাংলাদেশের মেয়েরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ইউরোপে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নারী ফুটবল দল খেলতে যাচ্ছে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনে।

আগামী ২৮ থেকে ৩১ মার্চ স্পেনে হবে ভ্যালেন্সিয়া কাপ নারী ফুটবল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (অনূর্ধ্ব-১৯) দল খেলতে যাবে এই টুর্নামেন্টে।

বিভিন্ন দেশের ফুটবল একাডেমি ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উন্নতমানের এই টুর্নামেন্ট আয়োজন হয়ে আসছে স্পেনে। এবারের টুর্নামেন্ট তৃতীয় সংস্করণ। এই প্রথমবারের মতো বাংলাদেশের নারী ফুটবলাররা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে খেলার সুযোগ পাবে।

বিকেএসপি দলের প্রধান কোচ হয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির কোচ জয়া চাকমা। দলে আছেন ১৪ জন ফুটবলার। ২৬ মার্চ স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা দলটির।

দুই-একদিনের মধ্যেই স্পেনের ভিসার আবেদন করবে বিকেসেপির নারী ফুটবল দল। বিকেএসপির কোচ জয়া চাকমা বলেছেন, ‘মেয়েরা স্পেনের মতো দেশে খেললে অনেক মোটিভেটেড হবে।’

বাংলাদেশ স্পোর্টস স্কুল অ্যাসোসিয়েশনের (বিএসএসএ) মাধ্যমে বিভিন্ন বয়সভিত্তিক দল বিভিন্ন দেশে খেলতে যায়। প্রথমবারের মতো বিকেএসপির নারী ফুটবল দল যাচ্ছে স্পেনে টুর্নামেন্ট খেলতে।

বিকেএসপি নারী ফুটবল দল

কোচ: জয়া চাকমা।

খেলোয়াড়: রোমা আক্তার, স্বর্ণা রানী মন্ডল, মাধবী মন্ডল, লুৎফরা আকতার লিমা, বন্যা খাতুন, ঐশি খাতুন, নবীরণ খাতুন, পূর্ণিমা রানী মন্ডল, আফসানা আক্তার, অর্নিকা তানজুম, বৈশাখী খাতুন, কবিতা রানী, রোজা ও মেহনাজ আক্তার।

Check Also

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন-গিলেস্পি!

পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *