স্বামী মোবাইল কেড়ে নেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

ভিডিও ও রিল বানাতে পছন্দ করতেন রচনা সাহু। কিন্তু এগুলো বানাতে নিষেধ করে মোবাইল নিয়ে নেন স্বামী ভূপেন্দ্র। এ ঘটনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ওই নারী।

ভারতের ছত্তিশগড় রাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে বলে খবরে উঠে এসেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, রচনা সাহু দিনের বেশিরভাগ সময় মোবাইলে ভিডিও ও রিল বানাতেন৷ সম্প্রতি রচনার স্বামী ভূপেন্দ্র রাগের মাথায় স্ত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেন৷ এরপরই কয়েক ঘণ্টার মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী।

এই দম্পতির পাঁচ বছরের একটি মেয়েও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে রচনার আত্মহত্যার কারণ মোবাইল ছিনিয়ে নেওয়াটাই বলে মনে করা হচ্ছে৷ তদন্তে নেমে ভূপেন্দ্র পুলিশকে জানিয়েছেন, তিনি টালির কর্মী হিসেবে কাজ করেন৷ রচনার সঙ্গে তার বিয়ে হয়েছে ছয় বছর৷ তাদের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে৷

ভূপেন্দ্র জানান, রচনা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন, ঘরের কাজ ও সন্তানের দেখাশোনা তেমন করতেন না। দিনের বেশিরভাগ সময় ভিডিও বানানো ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাটত।

বারবার রচনাকে মোবাইল কম ব্যবহার করতে বললেও সে কথা শুনেনি। তাই রাগের মাথায় তার মোবাইল কেড়ে নেওয়ার পর রচনা তার মেয়েকে একটি ঘরে আটকে রাখে এবং আত্মহত্যা করে।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *