চলতি মৌসুম শেষ হলেই লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। বিদায়ী মৌসুমে বেশ কয়েকটি শিরোপা জেতার সম্ভাবনা ছিল তাঁর দলের। তবে একে একে সব শিরোপা থেকেই ছিটকে যাচ্ছে অলরেডরা। ইউরোপা লিগ এবং এফএ কাপের পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও ফিকে হয়ে আসছে। গতকাল লিগ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষেও পয়েন্ট খুইয়েছে ক্লপের দল।
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচেটি ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এ ম্যাচে অলরেডরা মাঠে নেমেছিল মোহামেদ সালাহ-ডারউইন নুনিয়েজদের ছাড়াই। দলের সেরা দুই তারকাকে ছাড়া খেলতে নেমে ম্যাচের ৪৩ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে জ্যারেড বোয়েনের গোলে লিড পায় ওয়েস্ট হাম। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্ড্রু রবার্টসন সমতায় ফেরান লিভারপুলকে। ম্যাচের ৬৫ মিনিটে আলফোঁস আরেওলার আত্মঘাতী গোলে এগিয়েও গিয়েছিল অলরেডরা। কিন্তু ৭৭ মিনিটে ফের ওয়েস্ট হাম গোল করে সমতা ফেরে ম্যাচে।
এরপর কাল সালাহকে মাঠে নামিয়েছেন ক্লপ। তবে মাঠে নামার আগে কোচ ক্লপের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা গেছে সালাহকে। এক পর্যায়ে নুনিয়েজ সালাহকে নিয়ে মাঠে নেমে যান। ম্যাচ শেষে গতকাল সালাহকে জিজ্ঞেস করা হয়েছিল কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল কোচের সঙ্গে। জবাবে সালাহ বলেন, ‘আমি যদি আজ কথা বলি, তাহলে আগুন লেগে যাবে।’
এদিকে ম্যাচ শেষে ক্লপকেও এ বিষয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। জবাবে তিনি অবশ্য জানিয়েছেন যে বিষয়টি মিটমাট হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এ নিয়ে ড্রেসিংরুমে কথা বলেছি এবং আমার কাছে এটা এখানেই শেষ।’ সালাহ মেনে নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে সেটাই মনে হয়েছে।’