উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আটক ৭ দালাল

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেন- সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ফিরোজ আলম স্বপন (৪৬), মো. মোতালেব হোসেন (৩৩), জিয়াদ রহমান আয়স (২৯), ফিরোজ আলম (৩৬), মোহাম্মদ মিনহাজ হোসেন শান্ত (২৩), মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণ (২২), মো. স্বপন হোসেন (২৫)।

মাহফুজুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ১১টা হতে ৩টা পর্যন্ত উত্তরা র‌্যাব-১ এর একটি অভিযানিক দল ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দালাল চক্রের সক্রিয় সদস্য ফিরোজ আলম স্বপন, মো. মোতালেব হোসেন, জিয়াদ রহমান আয়স, ফিরোজ আলমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোহাম্মদ মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. স্বপন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *