সদ্য কারামুক্ত বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল তিনটায় রাজধানীর ধানমন্ডিতে জহির উদ্দিন স্বপনের বাসায় যান ড. মঈন। তিনি সদ্য কারামুক্ত বিএনপির এ নেতার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। এসময় জহির উদ্দিন স্বপন তার খোঁজ নিতে বাসায় আসায় মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থিত করা হয়। এ মামলায় স্বপনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওইদিন শুনানি শেষে আদালত তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।