চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ছয়টি গোয়ালঘর। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে দুটি গরু এবং দগ্ধ হয়েছে ১৭টি। এসময় আগুন নেভাতে গিয়ে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ওই এলাকার বাসিন্দা হাজি আবু তাহের জানান, রাতে ছয়জন গেরস্তের বাড়ির সামনের কাঁচা ও টিনের গোয়ালঘরে আগুন লাগে। এসময় গোয়ালঘরে থাকা মো. কামালের তিনটি, জাহিদুল হকের তিনটি, ওবাইদুল হকের পাঁচটি, আব্দুস সবুরের তিনটি, আবদুল মোনাফের তিনটি, রাশেদের স্ত্রী তাহেরা আক্তারের দুটি গরু দগ্ধ হয়। এর মধ্যে জায়েদুল হকের পাঁচ মাসের গর্ভবতী একটি গাভি ও আব্দুস সবুরের একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম বলেন, গোয়ালঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল না। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।