ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দুটি ভিন্ন ভিন্ন দফতর আদেশে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়।
চাকরিচ্যুতরা হলেন, চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানি বাবুকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আরও আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা আদেশ থেকে জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর উত্তর মুগদায় মদিনা বাগ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান কিশোর মাহিন। পরে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস জানিয়েছিলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডিএসসিসির নির্ধারিত গাড়িচালক নিজে গাড়ি না চালিয়ে ভাড়া করা চালককে দিয়ে গাড়ি চালিয়েছে।