তামিমের ফেরা নিয়ে মুখ খুললেন পাপন

বাংলাদেশ জাতীয় দলে আবার কী ফিরবেন তামিম তামিম ইকবাল? আর ফিরলেও তা কবে? এমন প্রশ্ন গত বছরের ওয়ানডে বিশ্বকাপ শেষ হবার পর থেকেই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। তামিম নিজেই বলেছিলেন, এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না।

তবে এ নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত আসেনি বিসিবি থেকে। এরপর তামিমের ফেরা নিয়ে নাটকীয়তা মাঝে মাঝেই আসে খবরের শিরোনামে, এবার এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল ইসলাম পাপন জানিয়েছেন, তিনিও শুনেছেন তামিম আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন।

আজ সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করতে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পাপন বলেন, ‘তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে।’

‘সর্বশেষ আমার সঙ্গে যতটুকু কথা হয়েছিল, সে (তামিম) প্রথমে জালাল ইউনুস অপারেশনস সাইড এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপরে আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে। এখন আমার সঙ্গে বসবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের কাছ থেকে শোনার আগে কিছু মন্তব্য করা উচিত নয়। তবে আমি যেটা শুনেছি– সে বলেছে, আগামী বছর থেকে জাতীয় দলে খেলবে।’

মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে না এনে আইপিএল খেলালে বেশি লাভ হতো কিনা, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘হ্যাঁ, আইপিএল লাভবান হতো। কিন্তু আমরা কীভাবে লাভবান হবো।’

Check Also

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ঘরের মাঠেই নাজেহাল অবস্থান পাকিস্তান ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের তারুণ্য নির্ভর দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *