দেশের রাজনীতিতে উত্তাপ না থাকলেও বৈশাখের তীব্র গরমে উত্তাপ ছড়িয়েছে সারাদেশে। রাজনৈতিক দলগুলোর মানুষের কাছাকাছি আসার মাধ্যম হয়ে উঠেছে এই গরম। সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। ভিন্ন ভিন্ন স্থানে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে। কেউ কেউ বিতরণ করেছে শরবত। এবার একই কর্মসূচি মতে মাঠে নামছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
সোমবার (২৯ এপ্রিল) আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে, প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।
আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীরর ঝিগাতলা, মতিঝিল, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০, গুলশান ও বাড্ডা নতুনবাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।
এই তিনদিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিনামূল্যে বিতরণ করবে ক্ষমতাসীনরা।