বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়ান্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতের নাম বশির দেওয়ান। সে প্রতারক চক্রের মূলহোতা বলে দাবি সংস্থাটির। চক্রটি ১৯ জনকে বিদেশ পাঠানোর নাম করে প্রায় ৭৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয়ে এসব তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবিপ্রধান জানান, জর্জিয়াতে পাঠানোর নামে বশির ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি। এ বিষয়টি বেশ কিছুদিন আগে একজন ইউটিউবার একটি ভিডিওতে জানান। পরে এ ঘটনায় ডিএমপির পল্টনে থানায় একটি মামলা হয়। সেই মামলায় তদন্ত শুরু করে এই আদম ব্যবসায়ীর সন্ধান পায় ডিবি। পরে তাকে গ্রেফতার করা হয়।
হারুন অর রশীদ জানান, গ্রেফতার বশির ১৯ জনের কাছ থেকে ৭৩ লাখ টাকা নিয়েছে। ১৯ ভুক্তভোগী আছেন, তাদের টাকাগুলো যেন ফেরত পাওয়া যায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবি জানায়, চক্রটি বিভিন্ন সময়ে ফ্লাইট হবে ও তাদেরকে বিদেশ পাঠানো হবে বলে আশ্বাস দিত। অবশেষে চক্রটির মূলহোতা বশিরকে খুঁজে পায় ডিবি।
তাকে গ্রেফতারের পর বাকিদের ধরার চেষ্টা চলছে বলেও জানান ডিবিপ্রধান।