মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এক চিঠির জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বিশ্ব শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক অগ্রগতি-সমৃদ্ধির জন্য তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ জ্বালানি, জলবায়ু পরিবর্তন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগে একসঙ্গে কাজ করছে।
শাহবাজ বলেছেন, ইসলামাবাদ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তাছাড়া জ্বালানিখাতে দুই দেশের সমন্বিত উদ্যোগকেও স্বাগত জানান তিনি।
এর আগে প্রেসিডেন্ট বাইডেন শহবাজকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে বাইডেন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী অংশীদারত্বের ওপর জোর দেন।
বাইডেন বলেন, অতীতের মতো সব ধরনের বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।
এদিকে পাকিস্তানে সরকারি অনুষ্ঠানগুলোতে লাল গালিচা নিষিদ্ধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য লাল গালিচা বিছানোর রীতিতে বিরক্তি প্রকাশ করেছেন শাহবাজ।