ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

চলতি বছরই আয়োজিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে টাইগ্রেসদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর।

টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল ভারত। দুই দল এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৭ ম্যাচে যার কেবল ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।

ভারত একাদশ: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজনা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

Check Also

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ঘরের মাঠেই নাজেহাল অবস্থান পাকিস্তান ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের তারুণ্য নির্ভর দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *