মেসির জোড়া গোলে মিয়ামির রোমাঞ্চকর জয়

মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। লিগ ম্যাচে আজ রোববার মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। আর্জেন্টাইন জাদুকরের দুর্দান্ত পারফর্ম্যান্সেই শুরুতে পিছিয়ে পড়লেও পরে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসির দল।

ঘরের মাঠে মিয়ামির বিপক্ষে এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে দেন তমাস শনকালায়। তবে শুরুতে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি তারা।

শুরুতেই পিছিয়ে পড়ার পর মিয়ামিকে সমতায় ফেরান মেসি। ম্যাচের ৩২ মিনিটে রবার্ট টেইলরের বাড়িয়ে দেয়া বলে শট নিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন জাদুকর। তাঁর এই গোলেই সমতায় ফিরে মিয়ামি। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোলের দেখা পেয়েছে আর্জেন্টাইন জাদুকরের দল।

ম্যাচের ৬৭ মিনিটে ম্যাচে প্রথম লিডের দেখা পায় মিয়ামি। সার্জিও বুসকেটসের চমৎকার এক পাস থেকে ফাকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর ৮৩ মিনিটে আরও একবার গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। কিন্তু মাতিয়াস রোহাসের বাড়িয়ে দেয়া বলে মেসি দুর্দান্ত এক শট নিলেও তা ফিরিয়ে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক। তবে মেসির শট প্রতিহত করলেও বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে মিয়ামির হয়ে ব্যবধান ৩-১ করেন ক্রেমাস্কি।

এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির নৈপুণ্যে আরও এক গোলের দেখা পায় মিয়ামি। আর্জেন্টাইন জাদুকর দারুণ এক পাসে বল বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান এই স্ট্রাইকার বল পেয়েই দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন। ফলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে ওঠেছে মিয়ামি। একই সঙ্গে জোড়া গোলে এমএলএসের গোলদাতাদের তালিকায় শীর্ষে ওঠেছেন মেসি। ৭ ম্যাচে এবারে তিনি করেছেন ৯ গোল।

Check Also

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ঘরের মাঠেই নাজেহাল অবস্থান পাকিস্তান ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের তারুণ্য নির্ভর দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *