রাজধানীতে সংসদ সদস্য আব্দুল হাইয়ের জানাজা

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের নামাজে জানাজা রোববার (১৭ মার্চ) মানিক মিয়া এভিনিউয়ে ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ হুইপদের পক্ষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আওয়ামী লীগ এবং ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

জানাজার নামাজে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাইকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন। তার মরদেহ শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বিমানযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে আনা হয়।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *