শিশুকাল
—তাসনিম ইসলাম আনিকা
পুরনো দিনের স্মৃতির তরে
কষ্টে আছি বেশ,
বর্তমানে হারিয়ে ফেলেছি
অনেক পরিবেশ।
ছোটবেলার দিনের কথা
ভাবছি বসে এই,
বর্তমানে সব পেয়েছি
শিশুকাল তো নেই!
কবিতাটি লিখেছেন:
তাসনিম ইসলাম আনিকা
অষ্টম শ্রেণি,
ইছাইল সরকারি উচ্চ বিদ্যালয়।