হাসপাতালে ভর্তি শামীম ওসমান

বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তবে এনজিওগ্রামের পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র অয়ন ওসমানের একটি ভিডিওতে নিজের সুস্থতার কথা জানিয়েছেন এমপি শামীম ওসমান।

সেই ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায় শামীম ওসমানকে। তবে বর্তমানে সুস্থ আছেন বলে বার্তা দেন তিনি নিজেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই তিন দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার বেলা ১১টায় তিনি হাসপাতালে ভর্তি হন। দুপুর আড়াইটায় তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই আছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের আলোচিত এই নেতার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Check Also

আ.লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে: আমিনুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *