চাঁদপুরের মতলব এলাকায় সুরুজ নামে এক ইউপি সদস্য হত্যা মামলার পলাতক প্রধান আসামি কবির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২১ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে র্যাব-১০ এবং র্যাব-৬ এর যৌথ অভিযান দল তাকে গ্রেফতার করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
তিনি জানান, চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকায় শালিসকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য সুরুজকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন কবির। তিনি হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।