কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ আর নেই!

কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও টেলিভিশনের সুপ্রসিদ্ধ রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানের বিচারক মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভারতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আবু ইউসুফের মৃত্যুর তথ্য দিয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা মুখতার আহমেদ।

মুখতার আহমেদ লিখেছেন, তার (আবু ইউসুফ) মৃত্যুতে বাংলাদেশ হারালো সত্যিকারের একজন একনিষ্ঠ কুরআনের খাদেমকে।

পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানটি টেলিভিশন মিডিয়ার সুপ্রসিদ্ধ রিয়েলিটি শো। প্রতি বছর পবিত্র রমজান মাসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সারাদেশের হাফেজে কুরআনদের নিয়ে এনটিভিতে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৭ সালে।

দেশবরেণ্য আলেম উলামা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইসলামী সঙ্গীত শিল্পীদের সমারোহে মনমুগ্ধকর এমন একটি অনুষ্ঠান আয়োজন করে কুরআনের আলো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন আবু ইউসুফ।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *