চার বছর পর বিএনপির আহ্বায়ক কমিটি

চার বছর পর বিএনপির আহ্বায়ক কমিটি

মুন্সিগঞ্জ প্রতিনিধি :: মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নতুন কমিটির অনুমোদন দেন।

বুধবার (২৫ আগস্ট) বিপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


আরো পড়ুন: বরিশালের ঘটনায় প্রশাসন ক্যাডারের কড়া বিবৃতি নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
আরো পড়ুন:ফেসবুক গ্রুপ থেকে ৫ উপায়ে ইনকাম করুন


৫৮ সদস্যের নতুন কমিটিতে আব্দুল হাইকে আহ্বায়ক ও কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করা হয়েছে। তারা আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

কামরুজ্জামান রতন বলেন, আগে সাত সদস্যের মূল কমিটি ছিল। চার বছরের বেশি সময় ধরে পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় তা বিলুপ্ত করা হয়। নতুন করে কেন্দ্র থেকে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এখন আমরা প্রতি থানায় কমিটি গঠন করবো।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল হাই বলেন, নতুন কমিটির কথা শুনলাম। তবে কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পেলে কাদের রাখা হয়েছে কতজন রাখা হয়েছে তা বলতে পারবো।

এর আগে, ২০১৭ সালের ২৭ এপ্রিল সাবেক সংসদ সদস্য আব্দুল্ল হাইকে সভাপতি ও ছাত্রনেতা মো. কামরুজ্জামান রতনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। সে কমিটিকে ৩০দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হলে ৩ বছরেও তা করতে পারেনি তারা।

Check Also

আ.লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে: আমিনুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *