নিজস্ব প্রতিবেদক :: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ যারা গত ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে শহিদি মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় ও ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতিয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু সহ সকলের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করেন ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি বরিশাল জেলা ও মহানগর।
রবিবার ১৫ আগস্ট ব্যলা দুই ঘটিকায় এনপিপি বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে বরিশাল দলিয় কার্যালয় দোয়া মোনাজাতের শেষে ব্যলা ৩ ঘটিকায় বরিশাল অশ্বিনীকুমার টাউন হলের সামনে অসহায় দুস্থ ও রিকশা চালোকদের মাঝে তবারক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এবি এম মাসুদ করিম, সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি সহ দলের কেন্দ্রীয় ও স্থানিয় নেত্রীবৃন্দ প্রমুখ।