ডিবি পরিচয়ে অটোরিকশাচালককে অপহরণের ঘটনায় আটক ২

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মো. সাকিবকে (২০) অপহরণে জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেফতাররা হলো, বায়েজিদ বোস্তামী থানার ২নম্বর ওয়ার্ড কুলগাঁও তালুকদার বাড়ির মো. জাকির হোসেনের ছেলে মো. হাসান জিসান (২৩) এবং মো. ইসমাইলের ছেলে ইফতেখার হোসেন ইমন (২৪)।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।

সনজয় কুমার সিনহা বলেন, গোয়েন্দা পুলিশ সেজে শনিবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী মো. সাকিবের বাসায় জিসান ও ইমনসহ ছয়জন। এসময় সাকিবের সিএনজিচালিত অটোরিকশাটি চোরাই বলে দাবি করে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। টাকা দিতে না পারলে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে যাওয়ার কথা বলেন। এসময় চালক সাকিবের সামনে ইয়াবা রেখে ছবি তুলে এবং এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসময় দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় সাকিবসহ অটোরিকশাটি নিয়ে যায় তারা। খবর পেয়ে অভিযান চালিয়ে রোববার ভোরে জিসান ও ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় আরও চার অপরাধী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অপহৃত চালক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক সাকিব বাদী হয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে। মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান ওসি।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *