পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার-মাশরাফি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামছুল হক টুকুর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজারও সহকারী একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তাদের অভিপ্রায় অনুযায়ী এপিএস নিয়োগ দেওয়া হয়।

সোমবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ডেপুটি স্পিকার শামছুল হক টুকুর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমজাদ হোসেনকে। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়।

অন্য প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন জামিল আহমেদ। তার বাড়ি রাজধানীর পল্লবীতে।

দুজনকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত এপিএসদের উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *