বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী

জেলা প্রতিনিধি : আল আমিন মোল্লা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান উপলক্ষে ৮ আগস্ট রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। আলোচনা সভা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে গরীব ও অসহায় নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য ৫টি উপজেলায় ৭টি করে মোট ৩৫টি সেলাই মেশিন দেয়া হয়। একই সাথে ৩০ জন দুঃস্থদের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার করে টাকা বিতরণ করা হয়।
এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ জন পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে টাকা এবং ৮জন শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার করে টাকা বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, জাতীয় সংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *