রাজধানীর নিউমার্কেট এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, রোববার সকালে নিউ এলিফ্যান্ট রোডের রহমান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের উল্টো দিকের ফুটপাতে মাথায় জখম থাকা সেই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোনো আত্মীয়-স্বজনকে পায়নি পুলিশ। বর্তমানে অজ্ঞাত পরিচয় লাশটি ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সেদিন নিউমার্কেট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ০৬।
পুলিশ বলছে, ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির পরিধেয় পোশাক বা চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫৮৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫৭৬) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।