নিজস্ব প্রতিবেদক : শামছুল আযম
আগামীকাল থেকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকাদান শুরু
সোমবার থেকে ঢাকা মহানগর ও সব জেলায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসক শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।
তিনি জানান, সারা দেশে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ টিকা এখনো পাননি। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এর মধ্যে ১০ লাখ ২৬ হাজারের বেশি টিকা এসেছে। আরও ৬ লাখ টিকা ৩ আগস্টে আসবে।
শামসুল হক আরও বলেন, প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজের টিকা একই কেন্দ্র থেকেই আগের এসএমএস দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে সারা দেশব্যাপী।
![](https://somoyerbarta24.com/wp-content/uploads/2021/08/222088822_322816072874832_3972370934203384702_n.jpg)