জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখুন। কালোবাজারি, মুনাফাখোঁড় ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখুন। রোজাদারদের স্বস্তিতে দিতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
সোমবার (১১ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, পবিত্র মাহে রমজান আমাদের জন্য মহান আল্লাহর দেওয়া এক অনুপম নেয়ামত। রমজানের পুরো মাসই আমাদের জন্য যেন বিশেষ প্রশিক্ষণ। সিয়াম সাধনা ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয়। আমরা যেন সিয়াম সাধনায় রমজানের পূর্ণ ফজিলত অর্জন করে ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমরা যেন মহান আল্লাহর হেদায়েত অর্জন করতে পারি।