বিএনপির পক্ষ থেকে খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজধানীর শান্তিনগরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে দেখতে তার বাসায় যান। সেখানে মুন্নার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় আব্দুল মোনায়েম মুন্না তার খোঁজখবর নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রায় ১১ মাস কারাবন্দি থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন আব্দুল মোনায়েম মুন্না।