হজ এজেন্সিস অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (হাব) নবনির্বাচিত সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে উত্তম কর্মের মাধ্যমে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আমরা সদস্যদের বিপুল ভোটের প্রতিদান দিতে সচেষ্ট থাকব। হজযাত্রীদের কল্যাণ ও সুশৃঙ্খল হজ ব্যবস্হাপনা আমাদের প্রধান লক্ষ্য।
সোমবার (১১ মার্চ) হাব কার্যালয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (১৩ মার্চ) বিকেলে হাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত সব সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে হাব সভাপতি বলেছেন, আমাদের প্যানেলের বিরুদ্ধে নেতিবাচক, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্ভট প্রচারণা সত্বেও বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে নির্বাচিত করার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে হাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধারাবাহিকভাবে চার বার বিপুল ভোটের মাধ্যমে হাবের দায়িত্ব দিয়ে সদস্যগণ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের ওপর গভীর আস্হা রেখেছেন। কর্মের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে হবে।
নবনির্বাচিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে ও মহাসচিব ফারুক আহমদ সরদারের সঞ্চালনায় মাওলানা মাসুম বিল্লাহর কোরআন তেলাওয়াত ও মাওলানা মোসলেহ উদ্দিন আলমগীরের মোনাজাতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় ২০২৪ সালের হজ ব্যবস্হাপনার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। তাছাড়া, হাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্গানোগ্রাম পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়। সব চ্যালেঞ্জ মেকাবিলা করে ২০২৪ সালের সুষ্ঠু হজ ব্যবস্হাপনা নিশ্চিত করার জন্য বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার সিদ্ধান্ত হয় ওই সভায়।
সভায় হাবের সহ-সভাপতি মাওলানা এয়াকুব আলী শরাফতী, মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।