রাজধানীর পল্লবী এলাকায় ফয়সাল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- নাসির ও রিদয়।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের রাজধানীর রামপুরা থেকে গ্রেফতার করা হয়।
রাতে বিষয়টি পল্লবী থানা পুলিশের একটি সূত্র ঢাকা মেইলকে নিশ্চিত করেছে।
তবে পল্লবী থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা নুর আলম গাজী জানান, তিনি বিষয়টি জানেন না। হয়ত অন্য কেউ গ্রেফতার করে থাকতে পারে৷
এর আগে এ ঘটনায় ইসমাইল ও সায়মন নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ইসমাইল আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত শনিবার সন্ধ্যার পর রাব্বী গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সামী গ্রুপের সদস্য রাসেলের ওপর হামলা চালায়। তারা ওই সময় একটি ইফতারে অংশ নেওয়ার জন্য যাচ্ছিল। পথে অতর্কিত হামলা চালিয়ে ফয়সাল ওরফে রাসেলকে কোপালে সেখানেই তার মৃত্যু হয়। আহত হন আরও একজন।
এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। সেই মামলায় আগে আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদেরকেও গ্রেফতার দেখানো হবে বলে জানা গেছে।