রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল নকল প্যাথেডিনসহ ইনজেকশন তৈরি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, চক্রটি এসব নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালসহ অনেকের কাছে বিক্রি করত। অপারেশনের সময় এসব নকল প্যাথেডিন ব্যবহার করায় রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। এমন একটি চক্রের তিনজনসহ বিপুল নকল প্যাথেডিন ইঞ্জেকশন ও তৈরির বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।