মেয়াদোত্তীর্ণ খেজুর ও তরমুজের মূল্যতালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্যতালিকা না থাকায় দুই তরমুজ আড়তদারকেও জরিমানা করা হয়।

বুধবার (২০ মার্চ) নগরের কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

অভিযানে মেসার্স ফারিয়া ড্রাইফ্রুট অ্যান্ড প্যাকেজিং স্টোর নামের আড়তের মালিককে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে ১০ হাজার টাকা। এছাড়া মূল্যতালিকা না থাকায় তরমুজের আড়তদার মেসার্স ফাতেমা ট্রেডার্স ২০ হাজার টাকা ও মেসার্স জাহিদ ফল বিতানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ‘তরমুজ ব্যবসায়ীরা মূল্যতালিকা রাখার নির্দেশনা মানছেন না। তাই আজ তরমুজের দুই আড়তদারকে জরিমানা ও সতর্ক করেছি। পাশাপাশি একটি খেজুরের দোকানে দেখেছি প্যাকেটের গায়ে দেওয়া মেয়াদ গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেছে। তারা মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেটে নতুন করে প্রাইস লেবেল বসিয়ে বিক্রি করছিল। প্রতিষ্ঠান মালিক তার অপরাধ স্বীকার করেছেন। তাই ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।’

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *