হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায় যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নোমানকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

তিনি জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কুমিল্লার যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণবাতাবাড়ীয়া গ্রামে। বাবার নাম তাজুল ইসলাম।

র‌্যাব জানায়, ২০১৬ সালের ১৩ মে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়িয়ার সরসপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে অতর্কিত আক্রমণ করা হয়। এ সময় হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জাহাঙ্গীর হোসেনকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই আলমগীর হোসেন পরে বাদী হয়ে ২০ জনকে আসামি করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আদালত দীর্ঘ বিচার কার্য শেষে গত ২৯ ফেব্রুয়ারি ১০ জনকে মৃত্যুদণ্ড এবং নোমানসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর হতে নোমান মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *