আগামীকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে চার ঘণ্টা

আগামীকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে চার ঘণ্টা

আগামীকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে চার ঘণ্টা> আগামী দুই সপ্তাহ দেশের সকল শিল্প-কলকারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখা হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা।

সংস্থাটি বলেছে, রমজান উপলক্ষে ১২ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকলে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটর করবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

মূলত রোজায় গ্যাস সংকটে পড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পর কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।

প্রসঙ্গত, রমজান মাসের প্রথম দিন থেকেই গ্যাস সংকটে পড়ে দেশ। বিশেষ করে রাজধানীর বহু এলাকায় গ্যাস একেবারেই ছিল না। এ নিয়ে কয়েকদিন চরম ভোগান্তির পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

এমন সংকটের কারণ হিসেবে জানা গিয়েছিল, দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম বিবিয়ানায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন সাময়িক বন্ধ থাকে। এতে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগানের সংকট দেখা দেয়। যার প্রভাব পড়ে রাজধানী ঢাকায়। সূত্র: যুগান্তর

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *