ঈদ উপলক্ষে ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মৌকুফ করলেন বাড়িওয়ালা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বিবেচনায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেছেন রাজধানী ঢাকার এক বাড়ির মালিক। ভাড়াটিয়াদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে এক মাসের বাড়িভাড়া মওকুফ করে চিঠির মাধ্যমে জানিয়েছেন মিরপুর এলাকার ওই বাড়ির মালিক।

সোমবার (১ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে ভাড়া মওকুফের চিঠিটি ভাইরাল হয়।

ভাইরাল ওই চিঠির লেখাগুলো ঢাকা মেইলের পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনাদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করার উদ্দেশ্যে এপ্রিল, ২০২৪ মাসের মূল ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হইল।’

ঢাকার মধ্যে অবস্থিত রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। সোমবার (১ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।এরপর বিষয়টি নিয়ে নিজেদের বিভিন্ন মতামত দিতে দেখা গেছে নেটিজেনদের।

আলিমুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র।

অবশ্য বাড়ির মালিক বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছেন।

জানা যায়, এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্য এই উপহার দিয়েছেন।

সিনিয়র সাংবাদিক পলাশ মাহমুদ লিখেছেন, ‘ঢাকার এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার জন্য উদারতা দেখিয়েছেন। আল্লাহ নিশ্চই উত্তম কাজের উত্তম প্রতিদান দেবেন। তবে এমন হৃদয়বান মানুষের সংখ্যা সমাজে বৃদ্ধি পাওয়া দরকার। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে রোজা বা ঈদ উপলক্ষ্যে এমন একটি করে ভালো কাজ করলে সমাজে একটা বিরাট পরিবর্তন আসবে।‘

রায়হান আহমেদ তামিম লিখেছেন, ‘এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে। শুধু একটি ফ্ল্যাট নয়, বরং তিনি তার মালিকানাধীন দুইটি বাড়ির সমস্ত ফ্ল্যাটের চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।’

Check Also

ডিএসসিসির ময়লার ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ কর্মী চাকরিচ্যুত

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক ও ‍দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *