কারামুক্ত হলেন যুবদল নেতা জাহাঙ্গীর

প্রায় এক বছর পর কারামুক্ত হলেন যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর।

সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত বছরের ৮ মার্চ তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়।

নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় এস এম জাহাঙ্গীরসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ৭৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এ মামলায় গত বছরের ২৩ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত জাহাঙ্গীরসহ ৭৫ জনকে পৃথক তিনটি ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেন।

Check Also

আ.লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে: আমিনুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *