চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এক হাজার ৫২৫ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন স্বাধীনতা কমপ্লেক্সের সামনে এবং চকবাজার থানার মনু মিয়াজি লেন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চান্দগাঁওয়ের বহদ্দারবাড়ি কুমারপাড়া গড়্রামের মৃত আবদুর সবুর ওরফে সাবেরের ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ (৩১) ও চকবাজার থানাধীন চন্দনপুরা মাজার গলির মনু মিয়াজি লেনের মৃত মিজবাউল কাদেরের ছেলে তাকরিমুল কাদের।
বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে ২০০ ইয়াবাসহ ইব্রাহিম খলিলকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে চকবাজার চন্দনপুরা মনু মিয়াজি লেন থেকে তাকরিমকে এক হাজার ৩২৫ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।