জাতীয় শোক দিবস ১৫ ই আগষ্ট বাংলাদেশের স্বরণীয় একটি মাস,এই ১৫ ই আগষ্ট উপলক্ষে আবাহনী সমর্থক গোষ্ঠী মুন্সীগঞ্জ জেলার কার্যকরী সকল সদস্যদের আয়োজনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দী মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় আবাহনী সমর্থক গোষ্ঠী মুন্সীগঞ্জ জেলার কার্যকরী সংসদ এর সভাপতি এডভোকেট খালেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো.রফিকুল ইসলাম সুজন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম মাসুম।
আরো পড়ুন: জেনে নিন ডায়াবেটিসের সমাধান
আরো পড়ুন: সন্তান মাদকাসক্ত কিনা বোঝার ৫টি উপায়
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন বঙ্গবন্ধুর খুনি, পলাতক এবং মৃত্যু দন্ড প্রাপ্ত বাকি পাঁচ আসামির ফাসির রায় যেন দ্রুত কার্যকর হয় এবং এ বিষয়কে দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন পেশ করেন।সেই সাথে মুন্সীগঞ্জ জেলার কার্যকরী সংসদ এর সভাপতি এডভোকেট খালেদুর রহমান দৈনিক বাংলার ধুমকেতুর মাধ্যমে সকল সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন বাংলার জমিনে কোনদিন বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিব না।
তিনি আরও বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আবাহনীর প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শেখ কামাল ও তাদের পরিবারের সকল শহীদদের প্রতি আবাহনী সমর্থন গোষ্ঠী মুন্সীগঞ্জ জেলা কার্যকরী সংসদ এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আমরা সবাই মিলে একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই।