অনলাইন ডেস্ক ঃ
বরিশালের গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে আফজাল হোসেনকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট প্রদান করেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একেএম এহসান উল্লাহ, ভারপ্রাপ্ত বরিশাল পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ভোলা পুলিশ সুপার কাওছার হোসেন, ঝালকাঠী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বুধবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গৌরনদী মডেল থানার হারুন অর রশিদকে শ্রেষ্ঠ এসআই এবং মোঃ আসাদুল ইসলামকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে। জেলা পুলিশ সুপারের পক্ষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।