ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১০ উদ্ধার কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১০ উদ্ধার কাজ চলছে

স্টাফ ‍রিপোর্টার :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

উপজেলার লইসকা বিলে বিকেল ৫টার দিকে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে নারী ও দুই শিশু বেশি রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।


আরো পড়ুন: জীবনসঙ্গীর মধ্যে যেসব গুণ দেখে বিয়ে করবেন
আরো পড়ুন: বরিশালে খাদ্য সংকটে কোমলমতী শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপন


আঁখি আখতার নামের এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল ৪টার পর অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।

নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাফি বলেন, আমি বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে বিকেল ৪টার পর ব্রাহ্মণবাড়িয়ার যাওয়ার জন্য নৌকায় উঠি। আমি নৌকার ছাদে বসেছিলাম। নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর লইস্কার বিলে আসলে বালুবাহী দুটি ট্রলার ধাক্কা দিলে উল্টে যায়।

তখন আমি ঝাঁপ দিয়ে পানিতে পড়ি, পরে সাঁতরে উপরে এসে ফায়ার সার্ভিসে কল দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা আসে। ৪ থেকে ৫ জনের লাশ তিনি ভাসতে দেখেছেন বলে জানান।

Check Also

কুয়াকাটায় ডিসকাউন্ট দিয়েও পর্যটক মিলছে না হোটেল-মোটেলে

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়লেও বুকিং নেই সেখানকার হোটেল-মোটেলে। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *