রিপোর্ট: মেহেদী তামিম
সরকার দেশ থেকে মাদক নির্মুলের জন্য জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই একটি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রমান দেখিয়ে দিল বরিশালের কাউনিয়া থানা পুলিশ। গত ১১/৮/২১ তারিখ বিকাল অনুমান ৭ঃ৩০ ঘটিকার সময় কাউনিয়া থানা পুলিশ মাদকের বিষয়ে একটি গোপন সংবাদ পায়,যে কাউনিয়া থানাধীন বি,সি,সি ৩ নং ওয়ার্ড হাউজিং সংলগ্ন শের- ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মুল গেটের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্য ২ জন লোক ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে।উক্ত সংবাদ পাওয়ার সাথে, সাথে কাউনিয়া পুলিশ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করিয়া সহকারী পুলিশ কমিশনার, কাউনিয়া জোন,মোঃইব্রাহিমের নেতৃত্বে অফিসার ইনচার্জ, কাউনিয়া থানা মোহাম্মদ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃছগির হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মোঃলোকমান হোসেন,এস,আই মোঃরাহাতুল ইসলাম,এ,এস,আই মোঃসাইফুল ইসলাম, এ,এস,আই মোঃজসিম উদ্দিন সহ ঘটনাস্হলে অভিযান পরিচালনা করিয়া অনুমান ৮ঃ৫০ ঘটিকার সময়, আসামীঃ১/ মোঃইউসুফ ফকির (৪১) পিতাঃতোফায়েল ফকির,থানাঃলক্ষীপুর,জেলায় লক্ষীপুর, আসামি ২/ মোঃমামুন( ৩৫), পিতাঃমৃত বাবু মিয়া,থানাঃসন্দিপ,জেলাঃচট্রগ্রাম এই দুজন আসামিকে গ্রেফতার করিয়া জিজ্ঞেসাবাদ করিলে তারা দুজন ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কথা স্বীকার করে। ১ নং আসামী ইউসুফ ফকিরের কাছ থেকে ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ নং আসামি মামুনের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবং মাদক বিক্রয়ের কাজে ব্যাবহারিত ২ টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে। পরে কাউনিয়া থানা পুলিশ এই আসামিদ্বয়ের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে,যাহার মামলা নং ১২, গ্রেফতারকৃত আসামীদেরকে পরে কাউনিয়া থানা পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করে। সুত্র কাউনিয়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি।