ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকায় এক পিকআপ চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২২ এপ্রিল ৯ হাজার ৮৯৫টি ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হন পিকআপ চালক ইব্রাহীম খলিল। পরে জামিনে বেরিয়ে এখন পলাতক আছেন তিনি।
২০২১ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আট জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার ইব্রাহীম খলিলকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত। মামলার অপর আসামি হালিমকে খালাস দিয়েছেন আদালত।