লুডু কিং নামের অ্যাপ ব্যবহার করে বাজি ধরে জুয়া খেলার সময় বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে থানার চালিতাতলী পুরাতন বোর্ড অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মানিক (৩২), মো. সাইফুল (৩৮), মো. এমদাদ হোসেন চৌধুরী মুন্না (৩০), মো. করিম (৪৯), মো. ইকবাল (৫৮), মো. নাছের (৩৮), মো. ওহিদুল্লাহ (৫৫) এবং মো. করিম (৩৬)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনজয় কুমার সিনহা জাগো নিউজকে বলেন, লুডু কিং নামের এক অ্যাপ ব্যবহার করে বাজি ধরে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, একটি ট্যাবসহ জুয়া খেলার উপকরণ ও তিন হাজার তিনশ নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।