রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সেলিম মিয়া (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ভবনে কাজ করা আরেক শ্রমিক মো. হাবিবুর রহমান জানান, তারা দক্ষিণখান গণ-কবরস্থান রোডের ফায়দাবাদ এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করছেন। সেলিম তিন-চার দিন ধরে এখানে কাজে এসেছেন। আজ ভবনের চারতলায় ইটের গাঁথুনির কাজ করার সময় সেলিম অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে। দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Check Also

ডিএনপিতে শুরু হচ্ছে পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস সেকশন

ডিএমপি থেকে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসরপরবর্তী সব সেবা নির্বিঘ্ন করতে পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *