এয়ারপোর্ট থানার এসআই মেহেদীর ঘুষ বাণিজ্য ফাঁস!
এয়ারপোর্ট থানার এসআই মেহেদীর ঘুষ বাণিজ্য ফাঁস!

এয়ারপোর্ট থানার এসআই মেহেদীর ঘুষ বাণিজ্য ফাঁস!

এয়ারপোর্ট থানার এসআই মেহেদীর ঘুষ বাণিজ্য ফাঁস! > স্টাফ রিপোর্টার ॥ বিশ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিলেন মাদক ব্যবসায়ীর সহযোগিদের। জানাজানি হলে ছেড়ে দেয়া সহযোগি রাহাতকে পলাতক দেখিয়ে মামলা করেছেন এসআই মেহেদী হাসান। এছাড়া নিজ থানা বাহিরে কোতয়ালী মডেল থানাধীন আমতলা মোড় থেকে মাদকসহ ৪জনকে গ্রেফতার করেছেন এয়ারপোর্ট থানার এই পুলিশ। পরে ২ জনকে গ্রেফতার দেখিয়ে ৩ জনার বিরুদ্ধে মাদক আইনের বিভিন্ন ধারায় মামলা করেছেন,

বরিশাল এয়ারপোর্ট থানার এসআই মেহেদী হাসান। এসআই মেহেদী হাসান দাবী করছেন, তিনি এয়ারপোর্ট থানাধীন নতুল্লাবাদস্ত পাসপোর্ট অফিসের সামনে থেকে মাদক ব্যবসায়ী ও নগরীর রুপাতলীর বাসিন্দা লিটন ও সহযোগি আসিফকে গ্রেফতার করেছেন।

এসময়ে রাহাত নামে আরো একজন পালিয়ে গেছে, তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। রাহাতের দাবী গত সোমবার বিকালে ৪ বন্ধু ঘুরতে বের হন। পরে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন আমতলা মোড় লেক এর পারে আড্ডা দেয়ার সময়ে রাত আটটার দিকে সিভিলে ৪/৫ জন পুলিশ এসে তাদের গ্রেফতার করে, পাশের একটি গলিতে নিয়ে যায়।

লিটনের কাছ থেকে মাদকজাতীয় ইয়াবা উদ্বার করেন পুলিশ। লিটনের সাথে থাকা রাহাত সহ তিন জনার কাছে টাকার দাবী করা হয়েছে। রাহাত জানান, তিনি সহ তার আরেক বন্ধু দুইজনার কাছে ৩০ হাজার টাকা দাবী করেন, এসআই মেহেদী হাসান। পরে ২০ হাজার টাকার বিনিময়ে রাহাত ও রাহাতের বন্ধুকে মুক্তিপান।

Dhaka To Bahrain Air Ticket Price

Dhaka To Bahrain Air Ticket Price

সাথে থাকা আসিফ টাকা দিতে ব্যর্থ হওয়ায় লিটনের সাথে নিয়ে যায় এয়ারপোর্ট থানায়। আসিফের পরিবারের দাবী, যাকে পলাতক দেখানো হয়েছে, তিনি (রাহাত) নিজেই ঘটনার পর রাতে একাধিকবার এয়ারপোর্ট থানার সামনে এসআই রাহাতের সাথে দেখা করে আসিফকে ছাড়ার জন্য তদবির করেছেন। এসআই মেহেদী হাসান ১০ হাজার টাকা দাবী করেন তাদের কাছে।

১০ হাজার টাকা ম্যানেজ করতে আসিফের পরিবার না পেরে ৫ হাজার টাকার বিনিময়ে আসিফকে ছেড়ে দিতে অনুরোধ করা হলে, এসআই মেহেদী হাসান তা প্রত্যাখান করে মাদক ব্যবসায়ী লিটনের সহযোগি দেখিয়ে মিথ্যা মামলা দেন। যা রাহাত নিজেই সময়ের বার্তাকে এক ভিডিও বক্তব্যে এমন তথ্য দেন।

পরিবারের আরো দাবী বিষয়টি সুষ্ঠ তদন্ত করা হলে ঘটনার আসল রহস্য বেড়িয়ে আসবে। প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষন কামনা করেছেন। এয়ারপোর্ট থানার বাহির থেকে গ্রেফতারের বিষয় সম্পর্কে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা বলেন, থানাধীন এর বাহিরে থেকে গ্রেফতার বা অর্থ লেনদেন এর বিষয় তিনি কিছুই জানেন না।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে

Check Also

গৌরনদী টেক্সটাইল‘র অধ্যক্ষ হুমায়ুনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের রক্তচুষে কোটিপতি অধ্যক্ষ হুমায়ুন!

গৌরনদী টেক্সটাইল‘র অধ্যক্ষ হুমায়ুনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গৌরনদী টেক্সটাইল‘র অধ্যক্ষ হুমায়ুনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ।। স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার শহীদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *