গৌরব উজ্জ্বল পথ চলার ৭ম বছরে, দৈনিক সময়ের বার্তা
গৌরব উজ্জ্বল পথ চলার ৭ম বছরে, দৈনিক সময়ের বার্তা

গৌরব উজ্জ্বল পথ চলার ৭ম বছরে, দৈনিক সময়ের বার্তা

গৌরব উজ্জ্বল পথ চলার ৭ম বছরে, দৈনিক সময়ের বার্তা>।। মোঃ ইমন খন্দকার হৃদয়।। ২০১৬ সালের আজকের এই দিনে সাধারণ মানুষের মুখের কথাগুলো তুলে ধরার প্রয়াসে,অন্যায়ের সাথে আপোষহীন মনোভাবের বিকাশ নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল গণমানুষের দৈনিক আজকের সময়ের বার্তা।

সমাজে দিনে দিনে অন্যায়,অবিচার,দুর্নীতি, শোষণ বেড়েই চলছে।যার নাই কোন প্রতিবাত, নাই কোন তুলে ধরার শক্তি।বাংলাদেশ সহ বরিশালের অনেক পত্রিকা থাকলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিষ্ঠানের বড়ই অভাব। সেই অভাব পূরণেই সেদিন এক ঝাকঁ তরুণ কে সাথে নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল এই সংবাদ প্রতিষ্ঠান টি।

বিজয়ের মাসে বিজয়ের শক্তি যা প্রতিটা বাঙালী কে সাহস যোগায়, সকল অন্যায় অপশক্তির বিরুদ্বে রুখে দাঁড়াবার। সেই শক্তি কে ধারণ করেই ৮ ই ডিসেম্বর “বরিশাল পাক -হানাদার মুক্ত দিবস” এ প্রতিষ্ঠা হয়েছিল সময়ের বার্তা ।

বাঙালী যেমন কারো কাছে মাথা নোয়াবার নয়,ঠিক সত্য প্রকাশে কারো সাথে আপোষ নয়। এটাই প্রতিষ্ঠার দিন সকলে সেদিন হৃদয়ে ধারণ করেছিল। তরুণ সাংবাদিক এম. লোকমান হোসাঈন দৈনিক সময়ের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক।

তার প্রবল সাহসের উদ্দীপ্ততায় শুরু থেকে যে প্রতিবেদন গুলো এর আগে অন্য কোন প্রতিষ্ঠান গুলো প্রকাশ করেনি।সেই সব সাহসী প্রতিবেদনগুলো প্রতিষ্ঠার শুরুতেই প্রকাশ শুরু করে। বরিশালের রাঘব বোয়াল সহ নানা সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি আর অরাজকতা প্রকাশ অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি। প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সংবাদ সংগ্রহ করেছে প্রতিষ্ঠানের নিয়োজিত সংবাদকর্মীরা সাথে প্রতিষ্ঠান প্রধান।

যখন মানুষের কাছে আসল সত্য ঘটনাগুলো প্রকাশ হচ্ছে, তখন সেই সব অন্যায়কারীরা বারে বারে প্রতিষ্ঠান প্রধান সহ সংবাদকর্মীদের নানা হুমকি, মারপিট, সহ প্রাণ নাশের বার বার চেষ্টা করেছে ।তবু সাহসী সাংবাদিকরা দমে যায়নি, উদ্ভাসিত শক্তির তোরণে জয়গান যাদের মূল মন্ত্র তাদের থামানো বড় কঠিন। যতবারই এসেছে আঘাত ততবারই শক্ত কলমের কলামে সকল ভীরুতা কাটিয়ে সময়ের বার্তা চলেছে উদ্যাম গতি তে।

২০১৬ সালে প্রতিষ্ঠার শুরুতে সাহসি কলাম গুলো লিখে সময়ের বার্তা।সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, বিএনপি সহ অনন্যা দলের নেতাদের দুর্নীতি প্রকাশ করে।তারই সাথে ডিসি অফিস সহ নানা সরকারি -বেসরকারি অফিসের দুর্নীতি, সরকারি মেডিকেলের দুর্নীতি,

নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দুর্নীতি ইত্যাদি প্রকাশ করে।যার ফলে অল্পতেই মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে শুরু করে সময়ের বার্তা। সাহসী কলমের অন্তরালে ছাড় পাইনি বরিশাল জর্জ কোর্টের জর্জ,বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের দুর্নীতি।

এছাড়াও ছাড় পাইনি বরিশাল বিভাগের কিছু মন্ত্রী, এমপি, বরিশাল বিভাগের ৪১ টি উপজেলার নানা জনপ্রতিনিধি। তাদের জনগণ ঠকানো নানা অভিযোগ সাহসের সাথে প্রকাশ করে এই দৈনিক। তবে সেটি সহজ ছিলনা তাদের মিথ্যা মামলায় বহুবার জেল খাটতে হয়েছে প্রতিষ্ঠানের কর্মরত সদস্যদের।তবু সকল বাধা অতিক্রম করে সত্যের কলম এখনো চলমান।

দৈনিক সময়ের বার্তায় কাগজ,অনলাইন, সম্প্রতি ভিডিও নিউজের মাধ্যমে রাজনীতি, খেলাধুলা, বিনোদন,ধর্ম, বিজ্ঞান, দুর্ঘটনা,সাহিত্য,দুর্নীতি, আঞ্চলিক খবর,সমগ্র দেশ সহ আন্তর্জাতিক খবর পরিবেশন করে থাকে।

বরিশালে প্রথম সময়ের বার্তা থেকে প্রকাশিত হয়েছে ” সময়ের সাহিত্য” যাতে বরিশালের নানা প্রতিভাধর লেখকরা তাদের লেখা বিনামূল্য প্রকাশ করার সুযোগ পেয়েছে।সময়ের বার্তার কারণে আজ অনেক লেখক সমাজে লেখক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। সম্প্রতি সময়ের বার্তার আরেকটি প্লাটফর্ম ভিডিয়ো চ্যানেল যাতে করে ভিডিয়ো আকারে নিউজ পরিবেশন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গৌরব উজ্জ্বল পথ চলার ৭ম বছরে, দৈনিক সময়ের বার্তা

যেখানে শুরুতেই সিটি কর্পোরেশনের অবহেলা আর জনগণের দূর্ভোগের করুণ “নগর চিত্র “তুলে ধরা হয়েছে।এছাড়াও শহরের নানা সমস্যা তুলে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। যা এর আগে বরিশাল সহ বাংলাদেশের নানা গণমাধ্যম পারেনি। যেখানে বেশিভাগ সাংবাদিক চাটুকারিতায় ব্যস্ত সেখানে সময়ের বার্তার সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশে ব্যস্ত।জনগণের কথাগুলো তুলের ধরার প্রয়াসে আজ সময়ের বার্তার ৫০ হাজার পাঠক ছাড়িয়ে গিয়েছে,যা শুধুই আপোষহীন মনোভাবের সফলতা সরুপ।

আজ প্রতিষ্ঠার ৭ম বছর উপলক্ষে দৈনিক আজকের সময়ের বার্তার উপদেষ্টাবৃন্দ,প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্য বৃন্দ,প্রতিষ্ঠানের সিনিয়র -জুনিয়র সাংবাদিক বৃন্দ,স্টাফ বৃন্দ,প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,নানা জেলা- উপজেলার প্রতিনিধিবৃন্দ,শুভাকাঙ্ক্ষী হকারবৃন্দ,

ও সম্মানীত পাঠকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিটি মানুষের ন্যায্য কথাগুলো, প্রতিটি অন্যায়ের বিরুদ্বে কলমের শক্ত কলাম তুলে ধরাই হোক সময়ের বার্তার প্রধান লক্ষ্য। সময়ের বার্তার সাহসী মনোভাব ছড়িয়ে যাক সারা দেশজুড়ে। সকল গণমানুষের মুখে থাকুক একটাই নাম অন্যায় ও শোষণের বিরুদ্বে আপোষহীন দৈনিক সময়ের বার্তা।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে! স্টাফ রিপোর্টার ॥ সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের বিশেষ কোটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *