চোরাই ৪ মোটরসাইকেলসহ আটক ৫

বরিশালে চোরাই ৪টি মোটরসাইকেল ও সিন্ডিকেটের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় বুধবার রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এসআই রাহাতুল।

শনিবার (৩০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।

এসময় তাদের কাছ থেকে নতুন চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে। জব্দ করা মোটরসাইকেলের মধ্যে রয়েছে ইয়ামাহা কোম্পানির আরওয়ান ফাইভ মডেলের ৩টি ও সুজুকি কোম্পানির জিক্সার মডেলের ১টি গাড়ি। অভিযুক্তরা মোটরসাইকেলগুলো ভারতের সীমান্ত থেকে চোরাই পথে এনে নকল রেজিস্ট্রেশন করে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরিশাল নগরীর নতুন বাজার এলাকার আমিনুল ইসলাম হারুনের ছেলে শাওন (২৪), নগরীর কাউনিয়ার টুনটুন হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (২৩), নগরীর লুৎফর রহমান সড়কের আজিজ হাওলাদারের ছেলে তাজিম হাওলাদার (২৪), নগরীর বগুড়া রোডের নুরুল আমিনের ছেলে ফজলে রাব্বি (৩৪) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আবুল কালাম আজাদের ছেলে আরমান বেপারী (২৫)।

মামলার বাদী কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাহাতুল ইসলাম জানান, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত কার্যক্রম চলছিল। এর অংশ হিসেবে বুধবার রাতে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম সড়ক ও মথুরানাথ পাবলিক স্কুল সড়কসহ বরিশাল সদর উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪টি দামি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে ওই রাতেই মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ।। অর্ধবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত।। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *