ছাত্র আন্দোলনে বাধা দেওয়া ইনফ্রা‘র শিক্ষক সাব্বিরের পদত্যাগ।। স্টাফ রিপোর্টার ॥ বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ এম এ রহিম ও শিক্ষক সাব্বির আহমেদের পদত্যাগ ও বিচারের দাবীতে মানববন্ধন এবং স্বারক লিপি দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্ররা বলেন,
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়কাল ছাত্রদের মেধাভিত্তিক চাকরী সহ সহ সকল বৈষম্যবিরোধীর প্রতিবাদ করার সময় ইনফ্রা পলিটেকনিক ইন্সেটিটিউট এর অধ্যক্ষ এম এ রহিম ও ইনফ্রা পলিটেকনিক ইন্সেটিটিউট এর বিভাগীয় প্রধান (আর এস) সাব্বির আহমেদ সহ একাধিক শিক্ষক ও কর্তৃপক্ষ আন্দোলনের অংশ নিতে বাধা প্রদান করেছেন এমনকি নানা ভাবে হয়রানির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিস্কার করার হুমকি দেন। ছাত্রদের দাবী যারা মেধাকে মূল্যায়ন করতে পারে না, তারা শিক্ষাকতা করে কি করবেন।
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
এমন শিক্ষকদের মাধ্য শিক্ষার্থীরা কিছুই আসা করতে পারে না। ইনফ্রা পলিটেকনিক ইন্সেটিটিউট এর সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষ সহ বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা আছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে, ইনফ্রা পলিটেকনিক ইন্সেটিটিউট এর মতো সারাদেশে যতোগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনে বাধা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়ার। অন্যতয় ফের বৈষম্যবিরোধী ছাত্ররা রাজপথে নামতে বাধ্য হবেন।
আজ দুপুরে ইনফ্রা পলিটেকনিক ইন্সেটিটিউট এর সামনে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মো: আমীর হোসাইন বরাবর স্বারকলিপি দেন শিক্ষার্থীরা। বিভাগীয় প্রধান (আর এস) সাব্বির আহমেদ পদত্যাগ পত্র জমা দেন কর্তৃপক্ষ বরাবর তবে অধ্যক্ষ না থাকায় তিনি পদত্যাগ পত্র জমা দেননি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে