পংকজ নাথের শ্লোগান: শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন
পংকজ নাথের শ্লোগান: শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন

পংকজ নাথের শ্লোগান: শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন

পংকজ নাথের শ্লোগান: শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন ।। এম. লোকমান হোসাঈন ॥ পংকজ নাথের শ্লোগান শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন! ঈগলই নৌকা, নৌকায়ই ঈগল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে সারা দেশে চলছে প্রচার-প্রচারনা। যার যার মতো প্রচার-প্রচারনা করা হলেও বরিশাল ৪ আসনে চলছে নৌকার বিপক্ষে ব্যতিক্রম প্রচার-প্রচারনা। যা রিতি মতো হতম্বব করে তুলছে আওয়ামীলীগের নেতাকর্মী সহ সাধারণ ভোটাদের।

আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা সময়ের বার্তাকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৪ আসনে নৌকার প্রার্থী ড.শাম্মী আহমেদ। আইনী জটিলতা প্রার্থীতা ফিরে পাওয়ার অপেক্ষামান।

এধিকে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের বহিস্কৃত নেতা এবং সাবেক এমপি পংজ নাথ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে আসছেন। পংকজ নাথ প্রচারনার সময়ে ভোটারদের উদ্দেশ্যে মিথ্যা মনগড়া মন্তব্য দিয়ে আসছেন।

সর্বশেষ গত ২১ ডিসেম্বব দুপুর ১২ টার দিকে হিজলা উপজেলা বঙ্গবন্ধু মূর‌্যালঙ্গনে একটি সমবেশে তিনি বলেন, শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন! ঈগলই নৌকা, নৌকায়ই ঈগল। এছাড়া আরো বেশ কিছু কথা বলতে দেখায় যায়। এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিশ্র-প্রতিক্রিয়া দেখায় যায়।

পংকজ নাথের শ্লোগান: শেখ হাসিনার সালাম নিন! ঈগল মার্কায় ভোট দিন

তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর

তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর

মুঠোফোন রিসিভ না করায় পংকজ নাথের মতামত পাওয়া যায়নি। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এবিষয় আইনগত বিধান সম্পর্কে জানা নেই।

কাজীর হাট থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: জব্বার খান বলেন, নৌকা মানে ঈগল, ঈগল মানেই নৌকা এটা কোন প্রার্থী বলতে পারে না। এভাবে বলা মানেই নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করা।

কারন পংকজ নাথ স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নিয়েছেন। কাজীর হাট থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চন্দ্র বলেন, নৌকাকে ঈগল প্রার্থীর সাথে তুলনা করা মানেই হচ্ছে দলের সভাপতি শেখ হাসিনাকে কটার্ক্য করা।

তা ছাড়া পংকজ নাথ দলের কেউ নন। এছাড়া তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, পংকজ নাথের এমন বক্তব্যে দল ও দলের সভাপতি শেখ হাসিনার নৌকাকে প্রশ্নবিদ্ধ করছেন তিনি।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

প্রধান বিচারপতির কাছে নাজির কামরুলের বিরুদ্ধে অভিযোগ

প্রধান বিচারপতির কাছে নাজির কামরুলের বিরুদ্ধে অভিযোগ

প্রধান বিচারপতির কাছে নাজির কামরুলের বিরুদ্ধে অভিযোগ ।।  মিথ্যা মামলা দিয়ে অর্থ বাণিজ্যপ্রভাব খাটিয়ে রায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *