প্রতিমন্ত্রী'র এপিএস পদ থেকে শফিককে অব্যহৃতি

প্রতিমন্ত্রী’র এপিএস পদ থেকে শফিককে অব্যহৃতি

প্রতিমন্ত্রী’র এপিএস পদ থেকে শফিককে অব্যহৃতি ।। পানি সম্পদ প্রতিমন্ত্রী’র এ, পিএস মোঃশফিকুল ইসলাম কে অব্যহতি দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র সহকারী একান্ত সচিব মোহাম্মদ তানভীরুল হককে নিয়োগ প্রদান করেছে।

উল্লেখ রয়েছে,পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি র অভিপ্রায় অনুযায়ী বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক,

মোহাম্মদ তানভীরুল হক -কে তার সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগ প্রদানের নিমিত্ত আলোচ্য কর্মকর্তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্য নির্দেশনা প্রদান করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে গত২৫ আগস্ট উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সাক্ষরিত ০৫.০০………..০.৫১৪ নম্বর স্মারকের চিঠির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

দমন-নিপীড়নে থেকেও আসামী হননি আ’লীগ নেতা তৌহিদুল!

দমন-নিপীড়নে থেকেও আসামী হননি আ’লীগ নেতা তৌহিদুল!

দমন-নিপীড়নে থেকেও আসামী হননি আ’লীগ নেতা তৌহিদুল! মো: ফরহাদ হোসেন ফুয়াদ ॥ বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *