বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ।। অর্ধবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত।। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বরিশাল প্রেসক্লাব নির্বাচন। নির্বাচিত নতুন কার্যকরী কমিটির মেয়াদ হবে দুই বছর। পাশাপাশি সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের নাম ‘বরিশাল প্রেসক্লাব’ নামে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও নেয়া হয়েছে আরও নানা সিদ্ধান্ত।
গতকাল শনিবার বরিশাল প্রেসক্লাবের অর্ধ বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার বেলা ১১টায় ক্লাবের হলরুমে শুরু হয়ে এ সাধারণ সভা চলে দুপুর পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী আল মামুন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
সভার শুরুতেই প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, কাজী নাসির উদ্দিন বাবুলসহ বরিশালসহ সারাদেশে প্রায়ত সাংবাদিক, বিশিষ্টজন এবং বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কমনা করা হয়।
পরে অর্ধবার্ষিকী সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর বরিশাল প্রেসক্লাবের নাম পরিবর্তনের বিষয়ে মতামত গ্রহণ এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় অর্ধবার্ষিক সাধারণ সভায় উপস্থিত এক-তৃতীয়াশের বেশি সদস্যদের সম্মতিক্রমে বরিশাল প্রেসক্লাবের নাম ‘বরিশাল প্রেসক্লাব’ নামে ফিরিয়ে আনা হয়। সেই সাথে ভবিষ্যতে প্রেসক্লাবের নামের সঙ্গে নতুন করে কোনো নাম যুক্ত করা না হয় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে, সাধারণ সভায় বরিশাল প্রেসক্লাবে কার্যকরী পরিষদের মেয়াদ দুই বছর করার বিষয়ে প্রস্তাব দেন ক্লাবের জ্যেষ্ঠ সদস্য আকতার ফারুক শাহীন। সেই সিদ্ধান্তে একমত প্রষন করেন উপস্থিত সকল সদস্য।
আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন পরবর্তী সময় থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পরপর দুইবারের বেশি নির্বাচন বা দায়িত্ব পালন না করার বিষয়ে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কোন সদস্য বা সহযোগী সদস্য প্রেসক্লাব কোন বিষয় নিয়ে আদালতে মামলা করে নির্বাচন বন্ধের তৎপরতা চালালে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে একমত জানিয়েছেন ক্লাবের সকল সদস্যরা।
বরিশালের নামেই থাকছে প্রেসক্লাব ॥ আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন
অপরদিকে, প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে কিছুটা পরিবর্তন হয়েছে সাধারণ সভায়। এক্ষেত্রে পূর্বের নিয়ম পরিবর্তন করে নতুন সদস্য নির্বাচিত করার ক্ষেত্রে কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের এক-তৃতীয়াংশের ভোটেই নতুন সদস্য পদ লাভ করবে। এতে যারা প্রেসক্লাব নামের সঙ্গে যুক্ত অন্য কোন সাংবাদিক সংগঠনের সদস্য তারা বরিশাল প্রেসক্লাবে সদস্য বা সহযোগী সদস্য পদে আবেদন করার সুযোগ পাবে না।
বরিশাল প্রেসক্লাবের সদস্য হয়েও যারা অন্য প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত তাদের যেকোন একটি সংগঠন বেছে নেয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। এসময়ের মধ্যে অন্য প্রেসক্লাব থেকে পদত্যান না করলে বরিশাল প্রেসক্লাব থেকে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
এছাড়া সম্প্রতি বরিশাল প্রেসক্লাবের সদস্য এবং সহযোগী সদস্য পদে থেকেও ক্লাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং উস্কানিমূলক লেখা পোস্ট করেছেন, প্রেসক্লাবে হামলা, ভাঙচুর এবং দখল চেষ্টা করেছেন, পেছনে থেকে এসব কর্মকা-ে মদদ দিয়েছেন তাদের ক্লাব থেকে আজীবনের জন্য বহিস্কার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানী আইন কি কেন এই আইন
সেই সাথে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের এসএম জাকির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। এছাড়াও অর্ধবার্ষিক সাধারণ সভায় আরও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত এবং আলোচনা করেন সদস্যবৃন্দ।
দিনব্যাপি অর্ধবার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মানবেন্দ্র বটব্যাল, মু. ইসমাইল হোসেন নেগাবান, জ্যেষ্ঠ সদস্য নূরুল আলম ফরিদ, মেহেরুন্নেছা বেগম, হুমায়ুন কবির, নাছিমউল আলম, নজরুল ইসলাম চুন্নু, কাজী মকবুল হোসেন, নজরুল ইসলাম চুন্নু, আকতার ফারুক শাহীন, শাহীনা আজমিন,
আমিনুল ইসলাম খসরু, গিয়াস উদ্দিন সুমন, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কাজী আব্দুল্লাহ আল রাসেল, খান রুবেল, আরিফিন তুষার, এম মিরাজ হোসাইন, খান রফিক, এম জহির, এম ফোজ্জেল, কেএম নয়ন, এম লোকমান হোসাঈন, সাঈদ মেমন, মো. আনিছুর রহমান, মঈনুল ইসলাম সবুজ, শাহীন সাহান, সহযোগী সদস্য শাহ আলম, সৈয়দ মেদেহী, এম সুহাদ প্রমুখ। এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনে শহীদদের তালিকা সংগ্রহ চলছে-২০২৪
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে